আজ ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
আজ যশোেরে ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল। ফাইল ছবি
ঢাকা (২৫ এপ্রিল): আজ তীব্র তাপপ্রবাহের একটি দিন। সাত বছরের মধ্যে আজ রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে।রেকর্ড হওয়া তাপমাত্রার পরিমাণ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
হাফিজুর রহমান জানান, যশোরে আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর পূর্বে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
তিনি আরও জানান, তাপপ্রবাহের তীব্রতা আরও দু-তিন দিন থাকতে পারে। এমন কি আরও কিছু তাপমাত্রা বাড়তেও পারে। আসলে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা তীব্র হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রবিবারের আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।






















