মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০ লাখ টিকা দেওয়ার ব্যাপারে জানে না বেক্সিমকো

বিশেষ প্রতিবেদন || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১২, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ০২:১২, ২৬ এপ্রিল ২০২১
২০ লাখ টিকা দেওয়ার ব্যাপারে জানে না বেক্সিমকো

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস’র লোগো (সংগৃহীত)

ঢাকা(২৫ এপ্রিল): মে মাসের প্রথম সপ্তাহে বেক্সিমকো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য বিষয়ে কিছু জানে না বেক্সিমকো ফার্মাসিটিক্যালস কর্তৃপক্ষ। বরং এই খবরে কোম্পানিটির উবর্ধতন এক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। 

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

এসময় উপস্থিত সাংবাদিকরা বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে জানতে চাইলে অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।

এদিকে এই বিষয়ে জানতে রবিবার সন্ধ্যায় বিজনেস ইনসাইডার বাংলাদেশ’র পক্ষ থেকে বেক্সিমকোর সঙ্গে যোগাযোগ করা হয়। এই প্রতিবেদকের সঙ্গে টিকা সরবরাহের বিষয় কথা বলেন কোম্পানিটির চীফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।

রাব্বুর রেজা বলেন, ‘আমরা এরকম কিছু জানি না, কিছু বলিনি। এই বিষয়ে ভারতের সেরাম ইনষ্টিটিউট থেকে আমাদের কোন আপডেট দেয়নি। এবং আমাদের জানাও নেই। 

এদিকে গত শনিবার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, ভারত থেকে আপাতত টিকা আসছে না। তবে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। 

তিনি জানান, চুক্তি অনুযায়ী প্রাপ্য টিকা চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠির জবাবে ভারত গতকাল শনিবার যে কূটনীতিক পত্র পাঠিয়েছে, তাতে টিকা রফতানি আপাতত স্থগিত করারই ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন 

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ, ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষর হয়। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ৭০ লাখ টিকা দিয়েছে বাংলাদেশকে। প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেওয়ার কথা থাকলেও এরপর বাংলাদেশে আর কোনো টিকার চালান আসেনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়