বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: রবিবার রাজধানীর নিউ মার্কেট থেকে তোলা ছবি, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(২৫ এপ্রিল): রমজান বিবেচনায় নিয়ে রাত ৯ টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলার রাখা যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের লকডাউন ঘোষণা পর আসন্ন ঈদেও বেচাকেনা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায়।
এই প্রেক্ষিতে সরকার রবিবার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া নির্দেশনা ছিলো। তবে রবিবার অপর এক ঘোষণায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলো।






















