মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৯, ২৬ এপ্রিল ২০২১  
বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

ছবি: রবিবার রাজধানীর নিউ মার্কেট থেকে তোলা ছবি, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(২৫ এপ্রিল): রমজান বিবেচনায় নিয়ে রাত ৯ টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলার রাখা যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের লকডাউন ঘোষণা পর আসন্ন ঈদেও বেচাকেনা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায়। 

এই প্রেক্ষিতে সরকার রবিবার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া নির্দেশনা ছিলো। তবে রবিবার অপর এক ঘোষণায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলো। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়