বাংলাদেশ-ভারত সীমান্ত দুই সপ্তাহের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বাংলাদেশ-ভারত সীমান্ত
ঢাকা(২৫ এপ্রিল): দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবচং প্রতিবেশী দেশ ভারতে করোনা পরিস্থিত ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামীকাল সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একইসঙ্গে এবিষয়ে নির্দেশনাও জারি হবে।
জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় এবং ভারতীয় ভ্যারিয়েন্টের অনুপ্রবেশ ঠেকাতে করণীয় নির্ধারণ করতে সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এই সভাতেই ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপস্থিত সরকারের এক কর্মকর্তা জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ’র পরিচালক (অপারেশন) লে.কর্নেল ফয়জুল রহমান এই প্রসঙ্গে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ে বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
সর্বশেষ রবিবার এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আর কোনো বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি।






















