মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত থেকে টিকা আসছে না, যৌথ উৎপাদনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৫, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০৬, ২৫ এপ্রিল ২০২১
ভারত থেকে টিকা আসছে না, যৌথ উৎপাদনের প্রস্তাব

ছবি:অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, সংগৃহীত

ঢাকা (২৫ এপ্রিল): ভারত থেকে আপাতত টিকা আসছে না। তবে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি। 

চুক্তি অনুযায়ী প্রাপ্য টিকা চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠির জবাবে ভারত গতকাল শনিবার যে কূটনীতিক পত্র পাঠিয়েছে, তাতে টিকা রফতানি আপাতত স্থগিত করারই ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সেরামের টিকার পরের চালান পেতে ভারতের কাছে গত সপ্তাহে বাংলাদেশ একটি চিঠি পাঠিয়েছিল। শনিবার ভারত ওই চিঠির জবাব দিয়েছে। এখনই যে তারা টিকা রপ্তানি করতে পারছে না, সেই ইঙ্গিত চিঠিতে রয়েছে। 

তিনি জানান, টিকা রফতানি বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে। তারা বারবার চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার কথা বলছে। তবে কবে সেটা দেবে, সেটা জানাচ্ছে না। যদিও বাংলাদেশের জন্য লোকজনকে দ্বিতীয় ডোজের টিকা দিতে হলে টিকা কবে আসবে, সেই সময়টাও জানা জরুরি।

জানা গেছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে এ সংক্রান্ত একটি নোট পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নোট বলা হয়, ভারত এখনই অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা বাংলাদেশে দিতে পারছে না। সে কারণে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দেশটি। 

ভারতে এখন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্র্রায়াল চলছে। এ টিকার ৭৮ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভারত বায়োটেক।

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ, ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষর হয়। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ৭০ লাখ টিকা দিয়েছে বাংলাদেশকে। প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেওয়ার কথা থাকলেও এরপর বাংলাদেশে আর কোনো টিকার চালান আসেনি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়