মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেফাজতে নেতা আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৩, ২৫ এপ্রিল ২০২১  
হেফাজতে নেতা আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের

ঢাকা (২৫ এপ্রিল): ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকাতে  হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আহমদ আব্দুল কাদেরকে রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে  হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবদুল কাদেরকে শনিবার  সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার করা মামলা এবং সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বর্তমানে আহমদ আব্দুল কাদের নামে পরিচিত আবদুল কাদের বাচ্চু এক সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তবে ১৯৮২ সালে শিবিরকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হলে  তিনি জামায়াতের সাথে আদর্শিক বিরোধে জড়িয়ে পড়েন এবং শিবির পদত্যাগ করেন। এরপর ১৯৮৩ সালে তিনি ইসলামী যুব শিবিরের প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী  (হাফেজ্জী হুজুর)-এর নেতৃত্বাধীন সম্মিলিত সংগ্রাম  কেন্দ্রীয় কমিটির সদস্য হয়।  বর্তমানে তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা  রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়