মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মঙ্গলবার আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৯, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৯, ২৫ এপ্রিল ২০২১
মঙ্গলবার আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংহে। ফাইল ছবি

ঢাকা (২৫ এপ্রিল): চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংহে আগামী মঙ্গলবার একদিনের সফরে বাংলাদেশে আসছেন। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেনারেল উই ফেংহে তার সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও।

প্রসঙ্গত, সপ্তাহ দুই আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়া সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতেও আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ও টিকা কূটনীতির এ পর্বে উই ফেংহের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়