মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

টাকা নিয়ে সেরামের টিকা আটকানোর অধিকার নাই: বেক্সিমকোর এমডি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩১, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪১, ২৪ এপ্রিল ২০২১
টাকা নিয়ে সেরামের টিকা আটকানোর অধিকার নাই: বেক্সিমকোর এমডি

নাজমুল হাসান পাপন (ফাইল ছবি)

ঢাকা (২৪ এপ্রিল): টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নাই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে।

শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

পাপন বলেন, 'দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা দেয়নি সেরাম ইনস্টিটিউট। সরকারের উচিত এই টিকার জন্য জোরালো ভাবে বলা।'  

বেক্সিমকো ফার্মার এমডি বলেন, 'সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকায় যতো টিকা পাব তা আমাদের দিতে হবে। দেড় কোটি টিকার টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।'

তিনি আরও বলেন, 'ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।'

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়