মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিধিনিষেধ শিথিলের খবরে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৬, ২৪ এপ্রিল ২০২১  
বিধিনিষেধ শিথিলের খবরে ঢাকায় ফিরছে মানুষ

ছবি: বিধিনিষেধ শিথিলের ঘোষণায় পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভীড় , বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৪ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ বা লকডাউন শিথিলের ঘোষণায় ঢাকায় ফিরছেন মানুষ। সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে ঢাকা প্রবেশের দ্বার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই ফেরি পারাপার হচ্ছে সাধারণ মানুষ। 

প্রসঙ্গত, চলমান বিধিনিষেধের সময়সীমা ২৮ এপ্রিলের পর নতুন করে এই কঠোর বিধিনিষেধ থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হবে। চালু হবে গণপরিবহনও। এছাড়া আগামীকাল রবিবার সকাল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হচ্ছে। 

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানায়, শনিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) টিকিট কাউন্টারে ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্স চালকদের অপেক্ষমাণ থেকে টিকিট কিনতে হয়। সেখান থেকে ফেরিঘাটের র‌্যাম থেকে সংযোগ সড়ক পর্যন্ত ঘণ্টা খানেক অপেক্ষা করে ফেরিতে উঠে এসব যানবাহন।

মাদারীপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাস চালক আলম মোহাম্মদ জানান, লকডাউন উঠে যাচ্ছে। সবকিছু খুলে দেওয়া হচ্ছে। তাই মাদারীপুর থেকে ঢাকাগামী ৯ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছি। তিনি জানান, অনেক যাত্রী ঢাকায় আসার জন্য অপেক্ষা করছেন। 

খুলনা থেকে ঢাকার যাত্রী আলী ইমাম জানান, লকডাউন উঠায় দেওয়া হবে শুনে ঢাকায় যাচ্ছি। এছাড়া অফিস থেকেও ফোন দিয়ে বলা হযেছে রবিবার থেকে অফিস করতে হবে। এই কারণে ঢাকায় যাচ্ছি। তিনি জানান, বিধিনিষেধ শিথিল করা হচ্ছে কিন্তু মানুষের চলাচলের দুর্ভোগ কমছে না। গাদাগাদি কওে ফেরিতে করে নৌরুট পার হতে হচ্ছে। কর্তৃপক্ষের উচিত ছিল যাত্রীদের জন্য লঞ্চ চলাচলের ব্যবস্থা রাখা। সেটি হলে সামাজিক দূরত্ব কিছুটা মানা সম্ভব হতো।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, শপিংমল খোলার ঘোষণায় দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রী ও ছোট ছোট যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমরা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছি। যে কারণে ফেরিঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। 

প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। বিধিনিষেধ প্রতিপালনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৩টি নির্দেশনা দেওয়া হয়। সেই বিধিনিষেধের প্রথম ধাপের মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার আগেই নতুন করে আরও এক সপ্তাহ এর মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত করা হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়