মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

চালু হচ্ছে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:১৭, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৫, ২৪ এপ্রিল ২০২১
চালু হচ্ছে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট

ফাইল ছবি

ঢাকা (২৩ এপ্রিল): মহামারি করোনার মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাহরাইন ও কুয়েতের ফ্লাইট চালু হচ্ছে। আগামী রবিবার থেকে ফ্লাইট চালুর অনুমতি দিতে আন্তমন্ত্রণালয়ের সভায় সুপারিশ করা হয়।  

বৃহস্পতিবার রাতে আন্তমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

ওই সভায় বলা হয়, কুয়েত ও বাহরাইনের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীকর্মী আটকে আছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে, তাদের কাজে ফেরাতে ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটের বাণিজ্যিক ফ্লাইটগুলো চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, মহামারি করোনার চলমান শঙ্কাকর পরিস্থিতির কারণে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে, এরই মধ্যে প্রবাসীদের কথা বিবেচনায় এনে আন্তর্জাতিক কয়েকটি রুটসহ অভ্যন্তরীণ ফ্লাইটও সীমিত পরিসরে চালু করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়