২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল হবে: ফরহাদ হোসেন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি
ঢাকা (২৩ এপ্রিল): চলমান ‘সর্বাত্মক লকডাউন’ শেষ হতে চলেছে আগামী ২৮ এপ্রিল। নতুন করে আর মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে-সুস্থে সব কিছু খুলে দেওয়া হবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিসও। মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে ‘লকডাউন’ তুলে দেওয়া হচ্ছে। যাওয়া হচ্ছে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিকে। এমনই আভাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার গণমাধ্যমকে বলেন, ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু ‘নো মাস্ক নো সার্ভিস’ শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন। এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে।
এদিকে, বিধিনিষেধের মধ্যেই আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা রাখা যাবে। এবং স্বাস্থ্য সুরক্তা বিধিনিষেধ মেনে সবাইকে কেনা-বেচা করতে হবে।
আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলার এ সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






















