মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেশে করোনায় ৮৮ মৃত্যু, শনাক্ত ৩,৬২৯

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৭, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২০, ২৩ এপ্রিল ২০২১
দেশে করোনায় ৮৮ মৃত্যু, শনাক্ত ৩,৬২৯

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৩ এপ্রিল): সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও এ সংখ্যা ছিল ৯৮ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২৯ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২৯ জন। আগের দিন এ সংখ্যা ছিল চার হাজার ১৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৮৮ জনের মধ্যে ৬২ জন পুরুষ এবং ২৬ জন নারী।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও তিন হাজার ৬২৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার ৬৮। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৩১০টি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এরপর এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়