মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৭, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:১২, ২৩ এপ্রিল ২০২১
মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

মির্জা আব্বাস । ফাইল ছবি

ঢাকা (২২ এপ্রিল): ইলিয়াস আলীর গুমের সঙ্গে বিএনপির নেতারা জড়িত থাকতে পারে— দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।  

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার তার ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

তবে, এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য  করতে রাজি হননি।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল এক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেছিলেন, আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করুন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।

এ সময় তিনি আরও বলেছিলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই বিষধর সাপগুলো এখনো আমাদের দলে রয়ে গেছে। 

পরে অবশ্য এক সাংবাদিক সম্মেলনে মির্জা আব্বাস মন্তব্য করেছিলেন, মিডিয়া বিকৃত করে তার ওই বক্তব্য প্রকাশ করেছে। 

চিঠির বরাত দিয়ে দলীয় সূত্র জানায়, ইলিয়াস আলী গত নয় বছর ধরে নিখোঁজ এবং তার অপহরণের বিষয়ে দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের জনমত রয়েছে। ফলে, মির্জা আব্বাসের ওই বক্তব্য এসব জনমতকে প্রশ্নবিদ্ধ করেছে। এ পরিস্থিতিতে তিনি আসলে আপনি কী বলতে চান সে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়