মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভ্যাকসিনের জন্য চীনের নতুন জোটে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৯, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪১, ২৩ এপ্রিল ২০২১
ভ্যাকসিনের জন্য চীনের নতুন জোটে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা (২২ এপ্রিল): জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য করোনভাইরাস ভ্যাকসিন সংরক্ষণের লক্ষ্যে ভারত বাদে ছয় দেশের সঙ্গে একটি নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছে চীন। বাংলাদেশ নতুন এ প্ল্যাটফর্মের অংশ নেওয়ার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রস্তাবিত নতুন এ প্ল্যাটফর্মের নাম হবে ‘ইমারজেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড-১৯ ফর সাউথ এশিয়া’। আর এতে সদস্য হিসেবে থাকবে চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।

মোমেন  বলেন, ‘ভ্যাকসিন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। চীন আমাদের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করতে তৈরী আছে। চীন তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে।’

গত বছর, তিন কোটির ডোজ ভ্যাকসিনের জন্য বাংলাদেশ ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি করেছিল।

ওই চুক্তির আলোকে বাংলাদেশ মাত্র ৭০ লাখ ডোজ পেয়েছে। ভারতের টিকা রপ্তানি স্থগিত করায় দেশে ভ্যাকসিনের স্টক ইতিমধ্যে তলানিতে পৌঁছে গেছে। এ পরিস্থিতিতেই, বাংলাদেশ দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু করেছে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার বলেছেন, দু'দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে ভারত ভ্যাকসিনের বাকি চালান বাংলাদেশে সরবরাহ করবে।

এদিকে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেছেন, অভ্যন্তরীণ সঙ্কটের কারণে জুন-জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানির কোনও সম্ভাবনা নেই।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়