হেফাজতে নেতা কাসেমী পাঁচ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

মাওলানা খুরশীদ আলম কাসেমী। ফাইল ছবি
ঢাকা (২২ এপ্রিল): ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগটনটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশীদ আলম কাসেমীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আদালতে বৃহস্পবার তাকে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের এক মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম বাকী বিল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুরশীদ আলম কাসেমীকে বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজত তাদের কর্মসূচি পালন করতে এসে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় তাণ্ডব চালায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পল্টন থানায় মামলা করা হয়।