বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৭, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ০০:০৬, ২২ এপ্রিল ২০২১
করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা (২১ এপ্রিল): করোনার বিরুদ্ধে সম্মিলিতভাবে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই প্রাণঘাতী করোনাকে আমাদের পরাজিত করতেই হবে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা একদিন পরাজিত হবে।

বুধবার খুলনা সড়ক জোন বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে সেতুমন্ত্রী ভার্চুয়ালি এ মতবিনিময় সভায় যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চান। সবার সহযোগিতায় আজ এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবেলা করতে হবে। করোনার এই অভিন্ন সঙ্কটে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সবার সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন'।

বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'জনগণের রাজনীতি করতে হবে। দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে'।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লকডাউনে কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল, ভাসমান মানুষদের সহায়তা করার জন্য দলীয় নেতাকর্মী ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

কাদের জানান, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবার পাবে ৫ হাজার টাকা করে। এ জন্য সরকারের ৯৩০ কোটি টাকা ব্যয় হবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়