অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (২১ এপ্রিল): দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজার ছাড়া দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি মেনে বিামান চলাচল শুরু হয়েছে।
বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বিভিন্ন রুটে বিমান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, সকাল থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশালে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি।
এ ছাড়া বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার সূত্রে জানা গেছে, তারাও সকাল থেকে চট্টগ্রাম, যশোর ও সৈয়দপুরে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সিলেটের উদ্দেশেও তাদের একটি ফ্লাইট ঢাকা ছাড়ার প্রস্তুতি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে সামাজিক দূরত্ব বাজায় রাখার পাশাপাশি কেবিন ক্রু ও যাত্রীদের মাস্ক, গ্লাভস ও ফেসশিল্ড ব্যবহার করতে হচ্ছে। এ ছাড়া বিমানের পেছনের এক সারি আসন খালি রাখা হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর পক্ষ থেকে মঙ্গলবারই জানানো হয়েছিল যে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান লকডাউন এক সপ্তাহ বাড়ালেও ‘সীমিত পরিসরে’ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এরপর মঙ্গলবার রাতে বেবিচক এ সংক্রান্ত আদেশ জারি করে।