বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

হেফাজত নেতা কোরবান আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০৩, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ০২:০৫, ২১ এপ্রিল ২০২১
হেফাজত নেতা কোরবান আলী গ্রেফতার

মাওলানা কোরবান আলী । ছবি: সংগৃহিত

ঢাকা (২০ এপ্রিল): হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে রাজধানীর বাসাবোর বাসা থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ডিবির গুলশান বিভাগ এ অভিযান চালায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহবুব আলম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।

এর পূর্বে, গত রবিবার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খেলাফত মসলিস নেতা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক দিনে এই নিয়ে ঢাকায় হেফাজতের  ১২ নেতাকে গ্রেফতার করা হল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়