বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বরেণ্য অভিনেতা আবুল হায়াতের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৭, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪০, ২০ এপ্রিল ২০২১
বরেণ্য অভিনেতা আবুল হায়াতের করোনা জয়

দেশবরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত। ফাইল ছবি

ঢাকা (২০ এপ্রিল): দেশবরেণ্য অভিনেতা, পরিচালক, নাট্যকার ও লেখক আবুল হায়াত (৭৬) বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে, অবশেষে এল সুসংবাদ, তিনি করোনা মুক্ত হয়েছেন ৷

মঙ্গলবার শিল্পী আবুল হায়াতের  করোনামুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তাঁর মেয়ে  নাতাশা হায়াত।

নাতাশা হায়াত বলেন, ‘আলহামদুলিল্লাহ,আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে।সুস্থ আছেন। আল্লাহার কাছে অনেক অনেক শোকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন তিনি পুরোপুরি  সুস্থ আছেন। আব্বার জন্য সবাই  দোয়া করবেন।'

আবুল হায়াত গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হোন। পরে অবস্থার অবনতি হলে ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ এপ্রিল তাঁকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। এরপর বাসাতেই চিকিৎসকের চত্বাবধানে চলছিল তাঁর  চিকিৎসা।  

বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। তিনি অসংখ্য নাটকের পাশাপাশি ‘জয়যাত্রা’, ‘আগুনের পরশমণি’, ‘গহীনে শব্দ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়