বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৪, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৩৭, ২০ এপ্রিল ২০২১
২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

ঢাকা (২০ এপ্রিল):  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়াতে তা রোধ করতে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মঙ্গলবার এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুসারে ২৮ এপ্রিল  মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারি করা ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, “করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ণিত স্মারকদ্বয়ের অনুবৃত্তিক্রমে আন্তর্জাতিক বিশেষ ফাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেদ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত হতে ২৮ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।”

এর পূর্বে, সোমবার  লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছিল কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। সংক্রমণের চেইনটা ভাঙতে এই লকডাউন ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আগের শর্ত মেনে সর্বাত্মক লকডাউন  অব্যাহত থাকবে।  

প্রসঙ্গত, ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সরকার ঘোষিত  এক সপ্তাহের  ‘সর্বাত্মক লকডাউন’ বুধবার শেষ হচ্ছে । ধারাবাহিক ফের এক সপ্তাহ লকডাউন বাড়ছে। চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। এই সাত দিনও পূর্বের এক সপ্তাহের সকল বিধিনিষেধ বলবৎ থাকবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়