বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৫, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৩, ১৯ এপ্রিল ২০২১
ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

ঢাকা (১৯ এপ্রিল): জীবন ও জীবিকা, ঈদপূর্ববর্তী কেনাকাটা এবং ঈদের সময় ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা করছে।

ওবায়দুল কাদের বলেন, তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরতে হবে। এ সময় তিনি  দলীয়ভাবে ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কৃষক ও কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য সকল নেতা-কর্মীর আহ্বান জানান। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়