বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনাভাইরাস: রবিবারেও শতাধিকের উপরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০২, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:১৯, ১৮ এপ্রিল ২০২১
করোনাভাইরাস: রবিবারেও শতাধিকের উপরে মৃত্যু

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা(১৮ এপ্রিল): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘন্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১০ হাজার ৩৮৫ জন। আর গেল ২৪ ঘন্টায় নতুন কওে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। 

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্র জানানো হয়েছে। 

এর আগে গত শনিবার এবং শুক্রবার ১০১ জনের রেকর্ড মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। নতুন শনাক্ত ৩ হাজার ৬৯৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়