জুনায়েদ হাবিবসহ দুইজন ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব। ফাইল ছবি
ঢাকা (১৮ এপ্রিল): ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা উভয়কে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামি হলেন, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা জালালুদ্দীন আহমেদ।
শনিবার জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। একই দিন পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয় মাওলানা জালালুদ্দীন আহমেদকে।
সম্প্রতি পল্টন থানায় নাশকতা মামলা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।