বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিশেষ ফ্লাইটে ৪৭৬ প্রবাসী সৌদি ও ওমান গেলেন 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০২, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২০, ১৮ এপ্রিল ২০২১
বিশেষ ফ্লাইটে ৪৭৬ প্রবাসী সৌদি ও ওমান গেলেন 

ছবি: বিমান বাংলাদেশ বহরের একটি উড়োজাহাজ, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৮ এপ্রিল): বাংলাদেশ থেকে পরিচালিত বিশেষ বিমানে ৪৭৬ জন প্রবাসী ওমান ও সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে ২০৫ জন দেশ দুটির উদ্দেশ্যে রওনা হন।

রবিবার বেলা পৌনে ১২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব ফ্লাইট ঢাকা ত্যাগ করে।

এদিকে রবিবার রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহ¯্রাধিক  যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার সিডিউল রয়েছে। শাহজালাল বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য জানান। 

ওই কর্মকর্তা জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেবিচক। শুধু মধ্যপ্রাচ্যে ও সিঙ্গাপুরে প্রবাসীকর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে।

কনিবার থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও ল্যান্ডিং অনুমতি নিয়ে জটিলতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। নির্ধারিত সময়ে উপস্থিত যাত্রীদের আবাসিক হোটেলে রাখা হয়। তাদের অনেকেই আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সৌদি ও ওমান যান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়