বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১৩, ১৮ এপ্রিল ২০২১
সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন

সিরাজগঞ্জ (১৮ এপ্রিল): সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের বড় মেয়ে হোসনে আরা লাভলী।

হোসনে আরা লাভলী গণমাধ্যমকে জানান,  বেশ কিছুদিন যাবত ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তার বাবা আমজাদ হোসেন মিলন। শনিবার  সকালে শারীরিক তাঁর  অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় আজ রবিবার তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিলে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়