বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৬, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০১, ১৮ এপ্রিল ২০২১
হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

ছবি: হেফাজত নেতা মামুনুল হককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১৮ এপ্রিল): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মামুনুল হকের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে  মামলা রয়েছে।

প্রসঙ্গত, ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ধরা পড়ার পর থেকেই রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল। ওই ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল বলে জানা যায়।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়