বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

‘হেফাজত দেশে ফেতনা সৃষ্টিকারী ফাসেকের দল’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৬, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৩৯, ১৮ এপ্রিল ২০২১
‘হেফাজত দেশে ফেতনা সৃষ্টিকারী ফাসেকের দল’

হেফাজতের তাণ্ডবের একটি খণ্ডচিত্র। ফাইল ছবি

ঢাকা (১৭ এপ্রিল): হেফাজতের বিবৃতির প্রতিবাদে ৫১ জন আলেম-ওলামা বিবৃতি প্রদান করেছেন। ওই বিবৃতিতে তারা ‘হেফাজতে ইসলাম হচ্ছে দেশে ফেতনা সৃষ্টিকারী ফাসেকের দল’ বলে অভিহিত করেছেন। 

শনিবার গণমাধ্যমকে এই বিবৃতি পাঠানো হয়। 

২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশব্যাপী ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল’উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, ‘হেফাজতের বর্তমান নেতৃত্ব মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ শিক্ষকদের ভুল প্ররোচনার মাধ্যমে তাদের ব্যবহার করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর, সরকারি অফিস-আদালত, ভূমি অফিস,পুলিশ স্টেশন, বিদ্যুৎ অফিস, শিশুদের বিদ্যালয়, সাধারণ মানুষের ব্যক্তিগত যানবাহনে আগুন দিয়েছিল। তারা সাধারণ মানুষের বাড়ি-ঘরে আগুন দিয়েছিল যে আগুনের তা-ব থেকে আমাদের পবিত্র কোরআন শরীফও রক্ষা পায়নি। এরা মূলত ইসলামের শত্রু।’ 

আলেমরা আরও বলেন, ‘মুখে ইসলামের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে আসলে তারা(হেফাজতে ইসলাম) রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। আমাদের পবিত্র ধর্ম ইসলাম কখনোই এ ধরনের জঙ্গি কর্মকা-, ধর্মের নামে উচ্ছৃঙ্খল আচরণ সমর্থন করে না ও অনুমোদন দেয় না। বরং এ ধরনের কর্মকান্ড প্রচ-ভাবে ইসলাম বিরোধী।’

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় নবী রাসুল (সাঃ) তার জীবদ্দশায় ইসলাম ধর্ম, ইসলামের মর্মবাণী প্রচার করতে গিয়ে অন্য ধর্মের মানুষদের প্রতি অপমান-আঘাত, বাধার শিকার হয়েও কোনদিন তাদের বিরুদ্ধে কটুক্তি করেননি। বরং সবসময় তাদের প্রতি সহমর্মিতা,বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন।’ 

বিবৃতিতে আলেমরা আরও বলেন, ‘হেফাজতে ইসলাম ধর্ম রক্ষার নামে যেভাবে অন্য ধর্মের মানুষের উপসনালয়ে, তাদের বাড়িঘরে আগুন দিয়েছে তা আমাদের রাসূলের দেখিয়ে যাওয়া পথের পরিপন্থী।  সুতরাং এরা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। হেফাজতে ইসলাম হচ্ছে দেশে ফেতনা সৃষ্টিকারী ফাসেকের দল।’

বিবৃতিতে মাওলানা মো. ইসমাইল হোসাইন, মাওলানা মো. আফলাতুল কাওছার, হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম খান,  প্রফেসর ডা. আল এমরান, মাওলানা মুফতি মো. সাহাবুদ্দিন ভুইয়া, মাওলানা মো. মুহিবুল্লাহসহ ৫১ জন আলেম স্বাক্ষর করেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়