বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাঁশখালীতে গুলিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি স্কপের 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৬, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:১৭, ১৭ এপ্রিল ২০২১
বাঁশখালীতে গুলিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি স্কপের 

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা(১৭ এপ্রিল): বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ, ৫ জনকে হত্যা ও ৩০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

এসময় স্কপের পক্ষ থেকে পুলিশের গুলিবর্ষণে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিদাতারা হলেন- স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী ও নুর কুতুব মান্নান, স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, ডা. ওয়াজেদুল ইসলাম খান, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, হাবিব উল্লাহ, শামিম আরা, আ য ম খসরু, চৌধুরী আশিকুল আলম, নাইমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, পুলক রঞ্জন ধর, মো. নুরুল আমিন প্রমূখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানানো হয়। এছাড়া শ্রমিকদেও গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং তাদের সকল পাওনা অবিলম্বে পরিশোধের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শনিবার সকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এর আগে ২০১৬ সালের ৪ এপ্রিল একই বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে গ্রামবাসীদের দু’পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার জন মারা যায়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়