বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৩,৪৭৩

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৩৮, ১৭ এপ্রিল ২০২১
করোনায় ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৩,৪৭৩

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৭ এপ্রিল): সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো ১০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও এ সংখ্যা ছিল ১০১ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন। আগের দিন এ সংখ্যা ছিল চার হাজার ৪১৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচ হাজার ৯০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ আট হাজার ৮১৫ জন হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১০১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ৩২ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও তিন হাজার ৪৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৮২৩। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৫৭টি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়