দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: আবহাওয়া অধিদপ্তর
ঢাকা (১৬ এপ্রিল): দেশের তিন অঞ্চল ও পাঁচ বিভাগের ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুমিল্ল ও কুষ্টিয়া অঞ্চল, ঢাকা, রাজশাহী,ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙা ও কুমারখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গেল ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশংকা রয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।