২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যুর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৬ এপ্রিল): দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। আগের রেকর্ড ভেঙে এটি দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪১৭ জন রোগী। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়। এটি ছিল দেশে একদিনে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।