মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

শনিবার থেকে সৌদিসহ পাঁচ দেশে বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৩, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৩৯, ১৬ এপ্রিল ২০২১
শনিবার থেকে সৌদিসহ পাঁচ দেশে বিশেষ ফ্লাইট

বাংলাদেশ বিমানের একটিপ উড়োজাহাজ।ফাইল ছবি

ঢাকা(১৫ এপ্রিল): প্রবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে শনিবার থেকে পাঁচটি দেশে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ ফ্লাইট চালু হতে চলা দেশগুলো হল— সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্ আগামী ১৭ই এপ্রিল'২১ সকাল ৬ ঘটিকা হতে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও  সিংগাপুর গন্তব্যে স্পেশাল  ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উল্লেখিত গন্তব্যে ১৭ই এপ্রিলের সকাল ৬ ঘটিকার পরের সিডিউল  ফ্লাইটে আসন সংরক্ষিত সম্মানিত যাত্রীদের করোনার নেগেটিভ সনদসহ যাত্রার ৬ (ছয়) ঘণ্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত  হওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।'

এর পূর্বে, সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বেবিচক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করে। নিষেধাজ্ঞার কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার প্রবাসী তাদের কর্মস্থলে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় পড়েন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়