মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাসায় ফিরলেন খালেদা, সিটিস্ক্যান রিপোর্ট ভালো

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৭:৫১, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:০২, ১৬ এপ্রিল ২০২১
বাসায় ফিরলেন খালেদা, সিটিস্ক্যান রিপোর্ট ভালো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা (১৬ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন।

বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করার জন্য নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।

তার সঙ্গে হাসপাতালে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, একজন নার্স ও গৃহকর্মী ফাতেমা।

‘ফিরোজা’ থেকে রাত সোয়া ৯টার দিকে বের হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। গাড়ির পেছনের আসনে বেগুনী রঙের পোশাক পরা খালেদা জিয়াকে দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়