মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): উনিশ শ’ একাত্তর সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল। ইতিহাসে দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পরিচিত।
প্রতিবছর দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ। অবশ্য, চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ‘সীমিত পরিসরে’ কর্মসূচি নিয়েছে দলটি।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কর্মসূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল ভোর ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় এবং দেশের সকল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ধানমন্ডির বত্রিশস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে দলটির পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ দিন মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আমল হানিফ এমপির নেতৃত্বে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ হবে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত পরিসরে স্থানীয় নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।