রাজিসহ হেফাজতের তিন নেতা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে তা-ব ও সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের তিন নেতাকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।
যাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেনÑ হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত হোসাইন রাজি, মুফতি ফখরুল ইসলাম ও মওলানা মঞ্জুুরুল ইসলাম আফেন্দী।
তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।
এ বিষয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থেকে গ্রেফতার করা হয়। রাজধানীতে সম্প্রতি সংহিংসতার ঘটনাসহ পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।