মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হবে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২২, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ০১:২৬, ১৬ এপ্রিল ২০২১
করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হবে: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা (১৫ এপ্রিল): করোনা মহামারি মোকাবিলা করতে ও চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে ‘করোনাভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন’ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

চলমান করোনাভাইরাস মহামারি মোকাবিলা করতে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার মিন্টুরোডের নিজ সরকারি বাসভবন থেকে এ ভার্চুয়াল তিনি অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ সময় বলেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এমনই আভাস দিয়েছেন।

তিনি বলেন, তাই স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সিটি কর্পোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সকল প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখতে করোনাভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে। 

তাজুল ইসলাম বলেন, লকডাউন চলাকালে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহ সচল রাখা সরকারের সঠিক সিদ্ধান্ত। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ কার্যক্রম চালু রেখেছে।

সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের জন্য সকল মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সকল প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজন হয়, সে ব্যবস্থাও করা হবে।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সূত্র: বাসস
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়