মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে: ডা: সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০১, ১৬ এপ্রিল ২০২১  
খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে: ডা: সিদ্দিকী

ছবি: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া (ফাইল ফটো)

ঢাকা (১৫ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিটিস্ক্যান করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপস্থিত সাংবাদিকদের এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার সকালে জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার রক্তের রিপোর্ট ভালো। আমরা তার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি। যেকোন সময় এ সিটিস্ক্যান করানো হবে। ইতোমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। 

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্দত হন গত ১০ এপ্রিল। পরদিন রবিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া ছাড়াও তার গৃহকর্মী ফাতেমাসহ বাসার মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়