সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সমুদ্র সম্পদ সংরক্ষণে ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় এই নিষেধাজ্ঞা আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ বলবৎ থাকবে।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শাখা-৪ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপণে বলা হয়েছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতি বছর এ সময় সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে।