করোনা আক্রান্ত এমপি বাদশাকে ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন ঢাকায় নেওয়া হয়েছে।
বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।
দেবাশিষ প্রামাণিক দেবু এ বিষয়ে বলেন, বাদশাভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হবে। বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় যান।
তিনি আরও জানান, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাঁর শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বুধবার নমুনা পরীক্ষার ফল হাতে পান এমপি বাদশা। পরে রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন।