মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনকে মধ্যে ক্র্যাকডাউনে নেমেছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৭, ১৫ এপ্রিল ২০২১  
লকডাউনকে মধ্যে ক্র্যাকডাউনে নেমেছে সরকার : ফখরুল

ফাইল ছবি

ঢাকা (১৫ এপ্রিল): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লকডাউনকে কেন্দ্র করে সরকার ক্র্যাকডাউনে নেমেছে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও বলেন, ক্রাকডাউনে নেমে তারা আমাদের দলের ও অংগ সংগঠনগুলোর নেতা-কর্মী ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। সর্বত্র আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

সরকার ‘একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়িত করতে চায়’ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে টু শব্দ উচ্চারণ করতে না পারে, সে জন্যই রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোকে লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে সরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়