মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৬, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৩৪, ১৫ এপ্রিল ২০২১
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম স্থগিত

ভারতীয় ভিসার প্রতীকি ছবি

ঢাকা (১৫ এপ্রিল): বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম স্থগিত করেছে ভারত সরকার। বাংলাদেশ সরকার সাধারণ মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার পর নিজেদের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ভারত।

ভারতের হাইকমিশন তাদেও ভেরিফাইড ফেইসবুক পেজে জানিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে।

তবে এরইমধ্যে জমা দেওয়া আবেদনের বিষয়ে জানতে এবং যেকোন জরুরি অনুরোধের জন্য [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ভারত একইভাবে ভিসা আবেদন কার্যক্রম স্থগিত করেছিল। তখন ৬ মাস পর সেটি আবার চালু হয়। বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পর্যটক যান ভারতে। ২০১৯ সালে দেশটি ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়