মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কাল পয়লা বৈশাখ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৪, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১৭, ১৪ এপ্রিল ২০২১
কাল পয়লা বৈশাখ

কাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। ফাইল ছবি

ঢাকা (১৩ এপ্রিল):  আজ ১৪২৭ বঙ্গাব্দের শেষ দিন। চৈত্রের শেষ দিনে বিদায় নিচ্ছে আরও একটি বছর। আগামীকাল বুধবার ১৪২৮ সনের প্রথম দিন, পয়লা বৈশাখ।  

জীর্ণ-গ্লানিকর সবকিছু মুছে যাক, জরা ঘুচে যাক এমনই প্রার্থনা থাকে প্রতিবছর প্রতিটি বাঙালির। অবশ্য বিগত বছর থেকে এ পেক্ষাপট ভিন্ন। ফলে, রোগ-বালায়-জরা-জীর্ণ-বেদনা ঘুচে যাওয়ার  প্রার্থনা আরও গভীর ও আকুল হয়ে উঠেছে।    

মহামারি করোনাভাইরাসের ছোবলে থেমে গেছে বাংলা বর্ষবরণের শোভাযাত্রাসহ জনসমাগমমূলক সকল অনুষ্ঠান। এ নিয়ে বাঙালিদের আফসোস থাকলেও মহামারির সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে তাদের সামনে বিকল্প নেই। ফলে, গত বছরের ন্যায় এবারও হচ্ছে না বর্ষবরণ উদযাপনের প্রকাশ্য অনুষ্ঠান।

এবারও হাতে-হাত বা কাঁধে-কাঁধে না মিললে না, তবে ভার্চুয়ালি অনুষ্ঠান করার সুযোগ মিলবে। কারণ, মহামারি করোনা পরিস্থিতির কারণে ৭ এপ্রিল সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে এবার ভার্চুয়ালি নববর্ষ উদযাপন করতে হবে।

নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রাও এবার হচ্ছে না বলে জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘সীমিত পরিসরে’ এক শ’জন নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চারুকলায় শোভাযাত্রা করবে।   

রমনার বটমূলে পয়লা বৈশাখের ভোরে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠানও থাকছে না এবার।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়