মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বীরবিক্রম আব্দুস সবুর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৭, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৩০, ১৩ এপ্রিল ২০২১
বীরবিক্রম আব্দুস সবুর মারা গেছেন

আব্দুস সবুর খান, বীরবিক্রম

ঢাকা (১৩ এপ্রিল): একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুস সবুর খান বীরবিক্রমের বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুর রহমান খান বিপ্লব গণমাধ্যমকে জানান, ডায়াবেটিস কিডনিসহ নানা শারীরিক সমস্যা নিয়ে গত ৮ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাসের পরীক্ষা করার পর পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ওই হাসপাতালে মারা যান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়