লকডাউনে পণ্যপরিবাহী ৮টি ট্রেন চলবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৩ এপ্রিল): মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউনে’র মধ্যে পণ্যপরিবাহী ৮টি ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়াতে তা রোধে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ সময় গণপরিবাহী বাস, লঞ্চ, যাত্রীবাহী ট্রেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।