মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জরুরি প্রয়োজনে বের হতে লাগবে মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৫, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০৮, ১৩ এপ্রিল ২০২১
জরুরি প্রয়োজনে বের হতে লাগবে মুভমেন্ট পাস

ডক্টর বেনজীর আহমেদ

ঢাকা (১৩ এপ্রিল): করোনা সংক্রমণ রোধে লকডাউনের সময় জরুরি প্রয়োজনে বের হতে `মুভমেন্ট পাস` লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ বিপিএম (বার)।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাসের জন্য তৈরি অ্যাপসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আর যাদেরকে জরুরি প্রয়োজনে বের হতে হবেই তাদেরকে মুভমেন্ট পাস নিতে হবে৷

তিনি বলেন, এই দুই দিনে যারা ঢাকা ছেড়েছেন তারা অবশ্যই ৭ দিনের আইসোলেশনে থাকবেন।

জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে, করোনা টিকা নেওয়া, বাজারে যাওয়া এবং হাসপাতালে যাওয়া।

করােনা সংক্রমণ প্রতিরােধে লকডাউনে মানুষের অপ্রয়ােজনীয় চলাচল রােধে এবং জরুরি প্রয়ােজনে যাতায়াত করতে মুভমেন্ট পাস অ্যাপস চালু করেছে বাংলাদেশ পুলিশ চালু করেছে। দেশের যেকোনো নাগরিক এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে এ পাস সংগ্রহ করতে পারবেন । 

এই অ্যাপের মাধ্যমে জরুরি প্রয়ােজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করা যাবে, অন্যদিকে অপ্রয়ােজনীয় ও অনিয়ন্ত্রিত চলাচলও বন্ধ করা যাবে।

লকডাউনের মধ্যে চলাচলের জন্য যেভাবে পাস পাবেন:

পাস সংগ্রহ কর‍তে হলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে৷

১. আবেদনকারীকে www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘পাস’ এর জন্য আবেদন করতে হবে ।

২. একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে । আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে । বক্সে সেই তথ্য প্রদান করতে হবে । এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নিকট থেকে কিছু তথ্য চাওয়া হবে । সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে । এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে ।

৩. জমা দেওয়া ফর্মে আবেদনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে । ওয়েব সাইট থেকেই পাস ' টি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে ।

৪. চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে ‘ পাস ’ প্রদর্শন করতে হবে ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়