জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ঢাকা (১৩ এপ্রিল): বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যা সোয়া ৭টায় তিনি এ ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও তাঁর ভাষণ সম্প্রচার করবে।