মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আহমদ শফীকে হত্যা প্ররোচনা মামলা: ৪৩ হেফাজত নেতা অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০২, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০০:০৪, ১৩ এপ্রিল ২০২১
আহমদ শফীকে হত্যা প্ররোচনা মামলা: ৪৩ হেফাজত নেতা অভিযুক্ত

আহমদ শফীকে হত্যা প্ররোচনা মামলায় বাবুনগরী, মামুনুলসহ ৪৩ হেফাজত নেতা অভিযুক্ত

ঢাকা (১২ এপ্রিল): হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আল্লামা শাহ আহমদ শফীর পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। আল্লামা শফীকে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে ওই মামলায় অভিযোগ করা হয়।

সোমবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করে পিবিআই। 

বিগত বছরের ডিসেম্বরে শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। 

পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন শাহ আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। মামলার আসামিরা হলেন— হেফাজতের যুগ্ম-মহাসচিব  মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, নুরুজ্জামান নোমানী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান, আব্দুল মতিন, প্রমুখ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয় ওই মামলায়।


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়