পণ্যবাহী পরিবহন যেন যাত্রীবাহীতে রূপ না নেয়: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
ঢাকা (১২ এপ্রিল): লকডাউনের সময় পণ্যবাহী পরিবহন যেন কোনোভাবেই যাত্রীবাহী পরিবহনে রূপ না নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় যোগ দেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহন পরিচালনায় সরকার যখন যে নির্দেশনা দিবে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নিতে হবে, কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দীর্ঘদিন সীমিত পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে। লাইসেন্সের এনরোলমেন্ট এবং বায়োমেট্রিক প্রদানের কাজ শুরু হলেও তেমন গতি পায়নি। এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ'র চেয়ারম্যানকে দ্রুততম সময়ে লাইসেন্স কার্ড দেওয়ার ব্যবস্থা করার জন্য তাগিদ দেন।
সভায় ওবায়দুল কাদের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে কঠোর মনিটরিংয়ের আহ্বান জানান।