মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

১৪ এপ্রিল থেকে যান চলাচল-অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৯, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০৬, ১২ এপ্রিল ২০২১
১৪ এপ্রিল থেকে যান চলাচল-অফিস বন্ধ

ফাইল ছবি

ঢাকা (১২ এপ্রিল): আগামী ১৪ এপ্রিল থেকে বাস, ট্রেন ও নৌযান চলাচল এবং সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিতসহ বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় এ সব অফিসের কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নতুন করে এ নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর এ আদেশে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবেনা। বাস, ট্রেন ও নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে বিমান, নৌ ও স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

মার্চ মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষিতে সরকার ৫ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে সাত দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে। বিধিনিষেধ কার্যকর করা শুরু হলে গণ পরিবহনের সংকটের কারণে চরম দুর্ভোগের শিকার হন কর্মমুখি যাত্রীরা। এরপর পরিস্থিতি বিবেচনা করে সরকার  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকাতে গণপরিবহন চালু করার অনুমতি দেয়। এরপর মার্কেট খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন দোকান কর্মচারীরা। তাদের অন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্য বিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর ১৮ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং ২৬ মার্চ থেকে কঠোর লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করে। ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে অফিস আদালত খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়