এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বিমান বাংলাদেশ বহরের একটি উড়োজাহাজ, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(১১ এপ্রিল): আসন্ন লকডাউনে আভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আর্ন্তজাতিক সকল ফ্লাইটও এক সপ্তাহ বন্ধ থাকবে। আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের সকল ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)।
বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লকডাউনের কারণে দেশের সকল ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্টতাহের জন্য বন্ধ থাকবে। তবে পনব্য পরিবহনের জন্য কর্গো প্লেন চলবে। এছাড়া বিশেষ কোন ফ্লাইট চালাতে হলে সেটা যথাযথ নিয়ম মেনেই হবে।
দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় বেবিচক। ইউরোপের দেশগুলো ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।